
মধ্যযুগীয় বর্বরতায় অসহায় বধূ
মধ্যযুগীয় বর্বরতা। গ্রাম কমিটির মাতব্বরদের ফতোয়া, দিতে হবে কয়েক লক্ষ টাকা জরিমানা। সঙ্গে ছাড়তে হবে গ্রামও। সালিশি সভার নামে জোটে মারধর, রাতের অন্ধকারে বেআইনিভাবে বিবাহবিচ্ছেদে বাধ্য করা হয়! ন্যায় এর আশায় পুলিশের দ্বারস্থ নন্দকুমারের শ্যামলী শাসমল। মাতব্বরদের নিদানে অভিযুক্ত ফের বিয়ে করে। রাতের অন্ধকারে আদালতের বাইরে, দশ টাকার স্ট্যাম্প পেপারের মীমাংসা পত্রে গ্রাম কমিটির মাতব্বরদের ফতোয়ায় বিবাহবিচ্ছেদ করানো হয় বলে





















