
DGCA-এর নতুন অডিট ব্যবস্থায় দেশজুড়ে বিমানবন্দরগুলিতে ব্যাপক নজরদারি ; আমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রভাব !
ব্যুরো নিউজ ২৫ জুন : সম্প্রতি আহমেদাবাদ-লন্ডন গাটউইক রুটের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের মর্মান্তিক দুর্ঘটনায় ২৪১ জনের প্রাণহানির পর, ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) দেশের বিমান নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে একটি নতুন, ব্যাপক অডিট ব্যবস্থা চালু করেছে। ঐতিহ্যগতভাবে, DGCA নিয়ন্ত্রক এবং নিরাপত্তা পরিদর্শনগুলি বিচ্ছিন্নভাবে পরিচালনা করত, যেখানে প্রতিটি অধিদপ্তর তাদের নিজ নিজ ক্ষেত্র পরিচালনা





















