
ফ্যাশন বাজার দখলে আনতে মেড ইন ইন্ডিয়া প্রোগ্রাম Myntra-র
রাজীব ঘোষ, ১৭ সেপ্টেম্বর: ফ্যাশন বাজার দখলে আনতে মেড ইন ইন্ডিয়া প্রোগ্রাম Myntra-র দেশজুড়ে মেক ইন ইন্ডিয়া ব্র্যান্ডের সঙ্গে ব্যবসা প্রসারের লক্ষ্যে কাজ করা শুরু করতে চলেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স সংস্থা Myntra। সেই লক্ষ্যে ইতিমধ্যেই সংস্থার তরফে Myntra Rising STARS নামকরণ দিয়ে একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। যার মূল উদ্দেশ্য হলো, দেশের অন্দরে D2C Ecosystem-কে আরও আধুনিক ও শক্তিশালী