
‘দিদির দূত’-এর জায়গা বদল নিয়ে প্রকাশ্যে শাসকের গোষ্ঠীকোন্দল
মনসারাম কর, পশ্চিম মেদিনীপুর ২৫ ফেব্রুয়ারিঃ কাটমানি নিয়ে বখরাজনিত বিবাদের জেরে, জেলায় জেলায় শাসকদলের নীচুতলায় গোষ্ঠীকোন্দল আর সংঘর্ষ, এখন প্রায় নিত্যনৈমিত্তিক ব্যাপার। কিন্তু এবার তার সঙ্গে যোগ হল, সংঘর্ষের নতুন এক কারণ। কোথা থেকে দলীয় কর্মসূচি শুরু হবে, সেই জায়গা নিয়ে মতবিরোধের জেরে প্রায় সংঘর্ষ বেধে গেল, শাসকদলের দুটি গোষ্ঠীর মধ্যে। ঘটনায় ফির প্রকাশ্যে এল, শাসকদলের বন্দরের গোষ্ঠীবিবাদ। বিবাদের জেরে