
ডায়মন্ডহারবারে প্রচুর খোকা ইলিশ বাজেয়াপ্ত করল মৎস্য দপ্তর
ইভিএম নিউজ ব্যুরো, ২৯ জুলাইঃ (Latest News) প্রচুর পরিমাণ খোকা ইলিশ বাজেয়াপ্ত করল পুলিশ ও মৎস্য দপ্তর। ডায়মন্ডহারবার নগেন্দ্রবাজার মাছের আড়তের সামনে থেকে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) পিয়াল সর্দার জানিয়েছেন, ট্রাকে বোঝাই হয়ে খোকা ইলিশগুলি বিভিন্ন খুচরো ও পাইকারি বাজারে পাচার হচ্ছিল। ডায়মন্ডহারবার প্রচুর পরিমাণ খোকা ইলিশ বাজেয়াপ্ত করল পুলিশ ও মৎস্য দপ্তর।





















