
ধন ধান্যঃ কলকাতায় আন্তর্জাতিক মানের অডিটোরিয়াম
ইভিএম নিউজ ব্যুরো, ১৮ এপ্রিলঃ দিনে শ্বেতশুভ্র শঙ্খ, রাতে বাহারি আলোর কেরামতি, আর কী কী রয়েছে ‘ধন ধান্য’ প্রেক্ষাগৃহে? দৈর্ঘ্য ৫১০ ফুট এবং প্রস্থ ২১০ ফুট। উচ্চতা ৬০০ ফুট। বিশাল এই প্রেক্ষাগৃহে রয়েছে দু’টি সভাঘর, ৩টি থিয়েটার, ২টি বোর্ড রুম, ৬টি অতিথি নিবাস এবং ২টি ডরমেটরি। কলকাতার আলিপুরের বুকে তৈরি হয়েছে এই বিশাল ইমারত। শাঁখের আদলে তৈরি এই প্রেক্ষাগৃহের উদ্বোধন




















