
এবার রোজভ্যালি মামলায় দেবের নাম! CBI চার্জশিটে চাঞ্চল্য
ব্যুরো নিউজ, ১৮ মে : লোকসভা নির্বাচনের মাঝেই উত্তাল ঘাটালের রাজনীতি। শাসক বিরোধী দুই দলই একে অপরকে এক চুলও জায়গা ছাড়তে নারাজ। ইতিমধ্যেই চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দেব ‘ঘনিষ্ঠে’র বিরুদ্ধে। আর এরপর চাকরিপ্রার্থীর অডিও প্রকাশ্যে আসতেই কার্যত ফের অস্বস্তিতে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। প্রসঙ্গত, একটি অডিও ( সেই অডিও-এর সত্যতা প্রকাশ করেনি EVM NEWS) প্রকাশ্যে এনেছেন