
রাজ্যের শিক্ষকদের বড় নির্দেশিকা। যোগ্য না অযোগ্য? নথি দিয়ে প্রমান করতে হবে রাজ্যের শিক্ষকদের
ব্যুরো নিউজ, ১৮ মে : রাজ্যের শিক্ষকদের জন্য বড় নির্দেশিকা জারি করা হল। যোগ্য না অযোগ্য? যাচাইয়ের জন্য নথি দিতে হবে শিক্ষকদের। কীটনাশক মেশানো হচ্ছে মশলায়, দুই ভারতীয় সংস্থাকে নিষিদ্ধ করল নেপাল নিয়োগ দুর্নীতি মামলায় যখন উত্তাল রাজ্য- রাজনীতি, তখনই রাজ্যের শিক্ষকদের বড় নির্দেশিকা দিল শিক্ষা দফতর। এদিকে এসএসসি মামলায় একধাক্কায় গোটা ২০১৬ সালের প্যান্যাল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। আর