
সন্তোষে ধাক্কা বাংলার! অমীমাংসিত ম্যাচ
অরুপ পাল, ১১ ফেব্রুয়ারিঃ সন্তোষ ট্রফির মূল পর্বের প্রথম ম্যাচে আটকে গেল বাংলা। শনিবার ভুবনেশ্বর স্টেডিয়ামে দিল্লির সঙ্গে ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত। ম্যাচের নয় মিনিটের মাথায় ভান্ডারি গোল করে দিল্লি কে এগিয়ে দিলে প্রথমার্ধের শেষে এক গোলে পিছিয়ে থাকে বাংলা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাংলা আক্রমনে ঝড় তোলে। নরহরি শ্রেষ্ঠ ও রবি হাঁসদা কে রুখতে বারবার সমস্যায় পড়তে হয় দিল্লি ফুটবলারদের।