
Indian Navy F35 : দুটি ‘ভাসমান এফ-৩৫’ পেল ভারতীয় নৌসেনা! আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ
ব্যুরো নিউজ ২৮শে আগস্ট ২০২৫ : মঙ্গলবার, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ডে দুটি অত্যাধুনিক বহুমুখী স্টেলথ ফ্রিগেট— আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি—কমিশন করেছেন। এই দুটি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর ‘প্রজেক্ট ১৭এ’-র (Project 17A) অধীনে নির্মিত হয়েছে এবং এটিই প্রথমবার যখন দুটি ভিন্ন শিপইয়ার্ডে নির্মিত যুদ্ধজাহাজ একই সময়ে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলো। আইএনএস উদয়গিরি তৈরি হয়েছে মুম্বইয়ের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স