
নয়াগ্রামের মধ্যমপাড়া এলাকা থেকে উদ্ধার একটি হরিণ
ইভিএম নিউজ ব্যুরো, ১০ এপ্রিলঃ নয়াগ্ৰামের নিগুই মধ্যমপাড়া এলাকার জঙ্গল লাগোয়া ঝোপে আটকে পরা প্রাপ্তবয়স্ক একটি হরিণকে উদ্ধার করল বন দফতর। উদ্ধার হওয়া হরিণটির শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল খড়্গপুরের হিজলী প্রাণী চিকিৎসা কেন্দ্রে। জানা গিয়েছে, সোমবার সকালে নিগুই মধ্যমপাড়া এলাকার জঙ্গল লাগোয়া ঝোপে একটি হরিণকে আটকে যেতে দেখেন স্থানীয়রা। দেখা যায় হরিণটির শিং ঝোপে আটকে গেছে। সে প্রাণপণ