
এবার কি তবে দেবাংশু, রাজিবের পালা?
ইভিএম নিউজ ব্যুরো, ১৬ জুলাইঃ (Latest News) শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে এবার কি তবে দেবাংশু ভট্টাচার্য, রাজীব বন্দ্যোপাধ্যায়দের ডাক পড়তে চলেছে ইডির সদর দফতরে? দুর্নীতি মামলায় ধৃত ঘোষকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে তৃণমূলের তরুণ-তুর্কিদের নাম। ইডি গোয়েন্দাদের বিস্ফোরক দাবি, শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বলাগড়ের যুব নেতা কুন্তল ঘোষ চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে যে ৩০ কোটি টাকা তুলেছে, তার