
সিকিমের তুষার ধসে মৃত সৌরভের মরদেহ পৌঁছলো শিলিগুড়ির বাড়িতে
ইভিএম নিউজ ব্যুরো, ৬ এপ্রিলঃ (Latest News) কাজ সেরে বাড়ি ফেরার কথা ছিল। অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরাও। ফিরলেনও। কিন্তু কফিন বন্দি হয়ে। মঙ্গলবার পূর্ব-সিকিমের সোমোগো লেকের কাছে তুষার ধসে মৃত্যু হয় শিলিগুড়ির শক্তিগড়ের বাসিন্দা সৌরভ রায় চৌধুরীর। বুধবার তাঁর মরদেহ পৌঁছলো শিলিগুড়ির বাড়িতে। মঙ্গলবার মাঝ রাতেই ভাইপোর মৃত্যুর খবর পেয়েছিলেন কাকিমা রুনু রায় চৌধুরী। সৌরভের বাবা-মায়ের বয়স হয়েছে। ছেলের মৃত্যুর