
দূরদর্শনের লোগোর রং বদলের ঘটনায় রাজনৈতিক রং! গেরুয়াতে ওনার এত রাগ কেন? প্রশ্ন BJP-র
লাবনী চৌধুরী, ২১ এপ্রিল: সম্প্রতি বদল করা হয়েছে দূরদর্শনের লোগোর রঙ। আর সেই ঘটনায় লাগল রাজনৈতিক রং। মুখ্যমন্ত্রী বদল নিয়ে মমতাকে জোর ‘ধাক্কা’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! আগে দূরদর্শনের লোগোর রঙ ছিল নিল। সম্প্রতি তা বদল করে করা হয়েছে গেরুয়া। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। লোকসভা ভোটের আবহে দূরদর্শনের লোগো বদল নিয়ে সরগরম শাসক- বিরোধী দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই





















