
এক দশক পর ফের টেলিভিশনের পর্দায় ঝড় তুললেন সেই ছোট্ট ‘পান্তাভাতের কুণ্ডু’, অবাক মহাগুরু
ইভিএম নিউজ ব্যুরো, ১৫ ফ্রেব্রুয়ারিঃ এক দশক পূর্বে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’ এর মঞ্চের অন্যতম প্রতিযোগী হিসেবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলো ছোট্ট দীপান্বিতা কুণ্ডু। যদিও দর্শক তাঁকে চেনেন পান্তাভাতের কুণ্ডু নামেই। গোলগাল চেহারার সেই ছোট্ট মিষ্টি মেয়েটাকে এই নামকরণ করেছিলেন খোদ মহাগুরু মিঠুন চক্রবর্তী। হুড়হুড় করে বেড়েছিল শোয়ের টিআরপিও। এক যুগ পর ২০২৩ সালের ‘ডান্স