
বেসরকারি সংস্থা দিচ্ছে বেশি দাম, সরকারি কেন্দ্রে দুধ বিক্রিতে নারাজ গোয়ালারা
ইভিএম নিউজ ব্যুরোঃ শিশু বৃদ্ধ আর রোগীর জন্য অত্যন্ত দুধ একটি অন্যতম জীবনদায়ী পথ্য। অথচ, এহেন দুধ নিয়েই লড়াই শুরু হয়েছে, সরকারি আর বেসরকারি সংরক্ষণকেন্দ্র তথা কোল্ড স্টোরেজের লড়াই। আর সেই লড়াইয়ে সরকারি সংরক্ষণ কেন্দ্র থেকে মুখ ফেরালেন, পূর্ব বর্ধমানের কাটোয়ার দুধ উৎপাদকদের একটা বড় অংশ। বেসরকারি দুধ সংরক্ষণ ও শীতলীকরণ কেন্দ্রগুলি যে মূল্য দিচ্ছে, সরকারিকেন্দ্রগুলি তার থেকে অনেক কম