
ডিএ-র মঞ্চে কামদুনির মৌসুমি
ইভিএম নিউজ ব্যুরো, ২১ মার্চঃ ডিএর দাবিতে তৈরি রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের অনশনকারীদের অনশন গত রবিবার তেত্রিশ দিনে পা দিয়েছে। এদিন সেই অনশন মঞ্চে হঠাৎই অসুস্থ হয়ে জ্ঞান হারান চিন্ময় জানা নামে এক অনশনকারী। তড়িঘড়ি তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন মঞ্চে উপস্থিত অন্যান্য আন্দোলনকারীরা । মঞ্চের অন্যতম আহ্বায়ক বিশ্বজিৎ মিত্র জানান, এদিন অনশন মঞ্চে যোগদান করেছিলেন
 
				

 
								 
								 
								









 
								
 
								 
								







