
মে মাস কি ঘূর্ণিঝড় প্রবণ মাস? আয়লা, আমফান, ইয়াস, রেমালের আগমন মে মাসেই কেন?
ব্যুরো নিউজ, ২৬ মে : আয়লা, আমফান, ইয়াসের ঘা এখনও দগদগে। এরই মধ্যে আবার রেমালকে নিয়ে নয়া আতঙ্ক। লক্ষ্য করলে দেখা যাবে এই সমস্ত ঘূর্ণিঝড়ের আগমন কিন্তু মে মাসে। আয়লা ২০০৯-এর ২৫ মে, ফণী ২০১৯-এর এপ্রিল-মে মাস নাগাদ হয়েছিল। ২০২০-র ২০ মে আমফান, ২০২১-এ ২৬ মে ইয়াস, সেও মে মাসে। রেমালের আগমনও হচ্ছে মে মাসেই। এই মে মাসেই একের পর