
আমফান-এ ক্ষতিগ্রস্ত গ্রাম এখনও অসহায়
ইভিএম নিউজ ব্যুরো, ২৫ জুনঃ(Latest News) হাওড়ায় আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামের মানুষ আজও কোন সরকারী সাহায্য না পেয়ে নানা অসুবিধায় ভুগছে এমনই অভিযোগ করছেন আন্দুল গ্রাম গঞ্জায়েতের আরগোড় রায়পাড়া।পাড়ার বাসিন্দারদের অভিযোগ এই এলাকায় একটাও কল নেই ফলে অন্য লোকের বাড়ি থেকে জল আনতে হয় তাও পর্যাপ্ত নয়। একটু বৃষ্টি হলেই পুরো পাড়ায় জল জমে যায় এই জল বের হবার মত