
চোট নিয়েই আইপিএল খেলতে CSK শিবিরে ফিরে এলেন মুস্তাফিজুর!
পুস্পিতা বড়াল, 20 মার্চ: এবার IPL-এ মাত্র একজন প্লেয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশ থেকে। তিনি হলেন মুস্তাফিজুর রহমান। IPL-এ পাঁচজন প্লেয়ার নাম লেখালেও কারও সুযোগ হয়নি। মুস্তাফিজুর রহমান টানা IPL খেলার অভিজ্ঞতার জন্য সুযোগ পেয়েছেন। চেন্নাই সুপার কিংস তাঁকে সুযোগ দিয়েছে। চেন্নাই প্রথম ম্যাচ খেলতে নামবে ২২ মার্চ। আর CSK-তে তিনি যোগ দিলেন এই ম্যাচে নামার আগে। তিনি পুরো IPL-এ খেলতে