
বিশ্ব কুমির দিবসে ওড়িশার ৫০ বছরের কুমির সংরক্ষণ কর্মসূচি বিশ্বকে পথ দেখাচ্ছে !
ব্যুরো নিউজ ১৭ জুন : বিশ্ব কুমির দিবস এবং ভারতে কুমির সংরক্ষণ কর্মসূচির ৫০তম বার্ষিকী উদযাপন করার সময়, ওড়িশা তার অগ্রণী প্রচেষ্টার জন্য বিশেষ স্বীকৃতি পাচ্ছে। এই রাজ্য ভারতের তিনটি কুমির প্রজাতির (ঘড়িয়াল, নোনা জলের কুমির , মগর) আবাসস্থল এবং দেশের সবচেয়ে সফল সংরক্ষণ প্রকল্পগুলির মধ্যে একটি বাস্তবায়ন করেছে। এক বিলুপ্তপ্রায় প্রজাতির প্রত্যাবর্তন: ওড়িশার ৫০ বছরের সাফল্য ১৯৭৫ সালে, যখন ভারত