
জয়ের বদলে যন্ত্রণা! চোট পেলেন কোহলি, হারল বেঙ্গালুরু
ব্যুরো নিউজ,৩ এপ্রিলঃ চলতি আইপিএল মরসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বুধবার ঘরের মাঠে গুজরাত টাইটান্সের (GT) কাছে ৮ উইকেটে হারতে হয়েছে বিরাট কোহলিদের। তবে শুধু হারই নয়, ম্যাচের মাঝেই আঙুলে চোট পেলেন কোহলি। যদিও বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়েছেন, চোট গুরুতর নয়। IPL 2025; চেন্নাইয়ে ১৭ বছর পর আরসিবির জয়, শীর্ষস্থান মজবুত আইপিএল কীভাবে চোট