
Congress : হয় ‘ সপথ স্বাক্ষরে লিখিত অভিযোগ ‘ আর না হয় ‘ ক্ষমা প্রার্থনা ‘ র দাবি জানালো নির্বাচন কমিশন রাহুল গান্ধীর ‘ ভোট চুরি ‘ মন্তব্যে !
ব্যুরো নিউজ ৮ আগস্ট ২০২৫ : নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি এবং বিজেপি-র সঙ্গে যোগসাজশের মাধ্যমে নির্বাচনে প্রভাব ফেলার অভিযোগ করার একদিন পর, ভারতের নির্বাচন কমিশন (ECI) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভোট চুরি’র অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। এক কড়া বিবৃতিতে ইসিআই রাহুল গান্ধীর অভিযোগকে “বিভ্রান্তিকর ও ভিত্তিহীন” বলে আখ্যা দিয়েছে। কমিশন বলেছে, রাহুল গান্ধীকে হয় নির্বাচনী নিয়ম অনুযায়ী একটি