
আয়ুষ্মান ভারতে দুর্নীতি? উঠে এল CAG-এর চাঞ্চল্যকর তথ্য
ইভিএম নিউজ ব্যুরো, ১০ অগাস্টঃ (Latest News) সিএজি (CAG) এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। প্রধানমন্ত্রীর জনসাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল I. N. D. I.A জোটের শরিক কংগ্রেস এবং ডিএমকে শাসিত তামিলনাড়ুতে। মঙ্গলবার সংসদে জমা করা CAG-র অডিট রিপোর্ট থেকে জানা গিয়েছে, তামিলনাড়ুতে মাত্র ৭ টি আধার কার্ড ব্যবহার করে ৪ হাজার ৬৭১ টি রেজিস্ট্রেশন হয়েছে। দেখা গিয়েছে,