
রোগ সারছে না লাল হলুদে
ইস্টবেঙ্গলের রোগ সারছে না। আইএসএলে ফের মশাল নিভল জামশেদপুর এফসির বঙ্গ তনয় ঋত্বিক দাসের জয়সূচক গোলে। ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে শীতের সন্ধেয় কয়েক হাজার লাল-হলুদ সমর্থক প্রিয় দলের খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন। কারণ প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গল জয় পেয়েছিলো। ফলে ফিরতি পর্বে প্রিয় দল জিতবে এমন প্রত্যাশা ছিল তাঁদের। কিন্তু এবার জামশেদপুরের কাছে ১-২ গোলে হেরে তাঁদের হতাশ হয়ে ফিরতে হয়।