
রেলকর্মীদের সাহায্যে ট্রেনের মধ্যেই জন্ম হলো এক ফুটফুটে সন্তানের! প্রশংসায় পঞ্চমুখ রেলযাত্রীরা!
পুস্পিতা বড়াল, ২০ মার্চ: ট্রেন চলছে উদ্দাম গতিতে। সেই চলন্ত ট্রেনের মধ্যেই এক মহিলার আচমকা প্রসব যন্ত্রণা ওঠে। স্বাস্থ্য কর্মীরা তড়িঘড়ি ট্রেনের মধ্যেই পৌঁছে যান। ওই যাত্রী সকলের চেষ্টায় ট্রেনের ভেতরেই জন্ম দেন এক ফুটফুটে কন্যাসন্তানের। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই সকলেই রেলের প্রশংসায় পঞ্চমুখ। ভোটারদের ভয়-ভীতি দূর করতে রুট মার্চ মেকআপের জাদুতে জীবন্ত রামলালা! চলন্ত ট্রেনের মধ্যেই সকল প্রতিকূলতা কাটিয়ে




















