
নরওয়ের দুঃসহ স্মৃতি এবার জার্মানিতে, সন্তানকে ফিরে পেতে ভারত সরকারে দ্বারস্থ দম্পতি
ইভিএম নিউজ, ১৩ মার্চঃ এ যেন ২০১১ সালের স্মৃতিচারণ। ফের হুবহু একই ঘটনার পুনরাবৃত্তি। গত দেড় বছর ধরে জার্মান চাইল্ড কেয়ার সার্ভিসে রয়েছে তিন বছরের মেয়ে। মা বাবার কাছ থেকে রীতিমতো কেড়ে নিয়ে গেছে জার্মান সরকার। বাবা মা নির্দোষ সাব্যস্ত হলেও তাদের মেয়েকে ফিরিয়ে দিচ্ছে না জার্মান সরকার। তাই অন্য উপায় না পেয়ে ভারত সরকারের দ্বারস্থ হয়েছেন তারা।