
রোনাল্ডোর রান্না ঘরে শেফ চাই
চলুন যাই সৌদি আরবে! না এটা ভ্রমণ বা কোনও পর্যটনের বিষয় নয়। আপাতত আপনার একটা যোগ্যতা থাকতে হবে, তা হল রান্না করা জানতে হবে। তা সে আবার যে সে কারোর রান্না নয়। ঢুকতে হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রান্না ঘরে। সিআর সেভেনের পছন্দের ব্যাঞ্জন তৈরিতে বিশেষজ্ঞ হতে হবে। কারণ, সৌদি আরবে ক্লাব ফুটবল খেলতে গিয়ে খাওয়াদাওয়া নিয়ে বেশ বিপাকে পড়েছেন পর্তুগিজ তারকা।





















