
Vice President Election : উপরাষ্ট্রপতি পদ এবং প্রার্থী ঘিরে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের গোষ্ঠী কোন্দল ! সালওয়া জুদুম প্রসঙ্গ ।
ব্যুরো নিউজ ২৮শে আগস্ট ২০২৫ : ভারতের আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত বিচারপতিদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এর সূত্রপাত হয় যখন ১৮ জন প্রাক্তন বিচারপতির একটি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি মন্তব্যের কঠোর বিরোধিতা করে। অমিত শাহ প্রাক্তন বিচারপতি বি. সুদর্শণ রেড্ডিকে সলওয়া জুডুম রায় নিয়ে সমালোচনা করেছিলেন। প্রাক্তন বিচারপতির দলটি এই মন্তব্যকে “দুর্ভাগ্যজনক” বলে অভিহিত করে