
রিলস বানানো যাবে না কেদার-বদ্রীনাথে! আপাতত বন্ধ ভিআইপি দর্শনও
ব্যুরো নিউজ, ১৭ মে: প্রতি বছরের মত এবছরও অক্ষয় তৃতীয়ার দিন খুলে গিয়েছে কেদারনাথ, বদ্রীনাথ মন্দির। আর তারপর থেকেই হাজার হাজার ভক্তদের সমাগম। প্রথম ৬ দিনেই দেশ-বিদেশ থেকে ৩ লক্ষ ৩৪ হাজার ৭৩২ জন দর্শন করেছেন। ঘুরে আসি :প্রাকৃতিক শোভা উপভোগ করতে ঘুরে আসুন ধোতরে শুরু হয়েগেছে চারধাম যাত্রা। আর যাত্রা শুরু হতে না হতেই একের পর এক বিপদও ঘটে