
ফের যাত্রী দুর্ভোগ! আগামী ১০ দিন ট্রেনের সময়সূচিতে বদল
ব্যুরো নিউজ, ২৫ এপ্রিল: ফের যাত্রী দুর্ভোগ! প্রতিদিনই কিছুনা কিছু দুর্ভোগ যাত্রীদের কপালে প্রায় লেগেই আছে। কখনও ট্রেন লেট। আবার কখনও লাইনে কাজের জন্য একাধিক ট্রেন বাতিল ও ট্রেন লেট। আর নিত্য অফিস যাত্রীরা এই দুর্ভোগে কার্যত নাজেহাল। সাপ্তাহিক দিন হোক বা ছুটির দিন এই রেল দুর্ভোগকে আজ যেনও নিত্য যাত্রীরা প্রায় সঙ্গী করেই চলছে। মোদীর কনফার্ম টিকিটের ‘গ্যারান্টি’ এদিকে