
কোহলির সেঞ্চুরিতে ভারতের জয়ঃ পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত
ব্যুরো নিউজ,২৪ ফেব্রুয়ারি:মাত্র দু’রান বাকি, আর বিরাট কোহলি তখন অপরাজিত ৯৬ রানে ব্যাট করছেন। সেঞ্চুরি পূর্ণ করতে দরকার ছিল চার রান। ঠিক তখনই রোহিত শর্মা, ড্রেসিংরুমের বাইরে বসে কোহলিকে ইশারা করে বলেন, “বড় শট মারো!” আর কোহলি তার অধিনায়কের অনুরোধ একেবারে ফেলেন না। তিনি এক কভারের শট দিয়ে পাকিস্তানের খুশদিল শাহকে চার মারলেন, ভারতের জয় নিশ্চিত করার সঙ্গে সঙ্গে পূর্ণ