
ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে পাহাড়পুর দুর্গাদালান, হেরিটেজ তকমার দাবি চাঁচলবাসীর
ইভিএম নিউজ ব্যুরো, ৪ জুনঃ(Latest News) নেই আর নদী। কিন্তু সেই নদীর পাশে প্রতিষ্ঠিত মন্দির থেকে গেছে। ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে চাঁচল ১ নম্বর ব্লকের পাহাড়পুরের চণ্ডিমণ্ডপ। রাজ আমলে প্রতিষ্ঠিত।প্রায় ৩৫০ বছরেরও বেশি প্রাচীন এই মন্দির।যার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস।এই মন্দিরকে কেন্দ্র করে প্রচলিত রয়েছে নানান গল্প। তবে কালের নিয়মে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই ইতিহাস। তবে