
রাজ্যে ফের কেন্দ্রীয় দল
কথা ছিল পঞ্চায়েতের আগেই মিলবে নাকি মাছ, মাংস ও ফল । অবশেষে পড়ুয়াদের পাতে জুটেছিল ‘মরা সাপ ও টিকটিকি !’ এ যেন কেবলই দুর্নীতির পাহাড়। আজ এই দুর্নীতি তো কাল সেই দুর্নীতি। আবাস দুর্নীতির পর এবার স্কুলের বাচ্চাদের মিড ডে মিলে দুর্নীতি। আর সেই দুর্নীতির তদন্তে রাজ্যে ফের কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে । আগামী ৩০ জানুয়ারি মিড-ডে মিল তদন্তে আসছে




















