
অব্যাহতি অম্বিকেশের
এগারো বছর পর নিষ্কৃতি পেলেন কার্টুন কান্ডে জেলে যাওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। বৃহস্পতিবার আলিপুর জেলা আদালত ১১ বছরের পুরনো মামলায় রেহাই দিল এই অধ্যাপককে। প্রসঙ্গত, ২০১২ সালে রেলমন্ত্রী বদলের সময় সোশ্যাল মিডিয়াতে একটি নিছক সাদামাটা কার্টুন শেয়ার করেছিলেন অম্বিকেশ মহাপাত্র। সেই কার্টুনটিতে মমতা বন্দ্যোপাধ্যায়, দীনেশ ত্রিবেদি এবং মুকুল রায়ের ছবি ছিল। পাশে একটি ছায়াছবির ডায়ালগ ছিল। সেই কার্টুনটি




















