
দিন বদলেছে, বিলুপ্তির পথে শিশুস্বাদের সেই হাওয়াই মিঠাই
ইভিএম নিউজ ব্যুরো, ১৫ ফ্রেব্রুয়ারিঃ মেলাতে, রাস্তার ধারে বা পাড়ার অলিগলিতে মাঝে সাঝেই দেখা মেলে এই মিঠায়ের। পেট ভরে না এই মিঠাইয়ে, কিন্তু খেতে মিষ্টি। আশা করি অনেকেই বুঝতে পারছেন ? কেউ কেউ এটিকে ‘হাওয়াই মিঠাই’। ইংরাজিতে যাকে বলে ‘ক্যেন্ডি ফ্লস’ আবার কেউ কেউ বলে ‘বুড়ির চুল’ ও। দেখতে বড় হলেও মুখে দিলেই মুখে পড়লেই এক নিমেষে গায়েব। ছোট বড়