
উত্তরপ্রদেশে মানুষ খেকো নেকড়ের পর এবার শেয়ালের আতঙ্ক। জখম ৭
ব্যুরো নিউজ,৮ সেপ্টেম্বর:উত্তরপ্রদেশের পিলভিট জেলার দুটি গ্রামে দুজন শিশু সহ ৭ জন জখম হয়েছেন। উত্তরপ্রদেশের বহরাইচে মানুষখেকো নেকড়ের হামলায় সাত জন যখম হয়েছিল, সেই হামলার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষের মনে। তাই শনিবার উত্তরপ্রদেশের পিলভিট জেলায় সাতজন যখন হওয়াতে গ্রামবাসীরা ভেবেছিল নেকড়ের হানায় যখম হয়েছেন তারা । পরে বনদপ্তরের তরফ থেকে জানানো হয় যে সেগুলি নেকড়ে ছিল না