
সংশোধনাগারে প্রেম, আর সেই প্রেম পরিণতি পেল বিয়েতে
ইভিএম নিউজ ব্যুরো, ১৪ জুলাইঃ (Latest News) কারাগারে বন্দী অবস্থায় দুই আসামীর প্রেম। পাঁচ দিনের প্যারোলে মুক্তি নিয়ে মন্তেশ্বর এর কুসুম গ্রামে মুসলিম রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জেলবন্দি ২ আসামী।দুজনেই অপরাধ সঙ্গে যুক্ত থাকার কারণে সংশোধনাগারে বন্দি রয়েছেন বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে। আর সেখান থেকেই দুজনের পরিচয় আর তারপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই ধীরে ধীরে গড়ায় প্রেমের সম্পর্কে। দুই