
গার্ডেনরিচ কাণ্ডের পুনরাবৃত্তি! ফের মধ্যরাতে ভেঙে পড়ল বিল্ডিং
ব্যুরো নিউজ, ২১ মার্চ: এ যেনও গার্ডেনরিচ কাণ্ডের পুনরাবৃত্তিই বলা চলে! কলকাতার গার্ডেনরিচে মধ্য রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বিল্ডিং। ঠিক যেনও তাসের ঘরের মত এক মুহূর্তে ভেঙে পড়েছিল সব। আর তারপরেই মানুষের হাহাকার! সেই হাহাকার আজও যেনও মানুষের কানে বাজছে। বাঁচার জন্য আর্তনাদ এ যেনও দুঃস্বপ্ন। সেই ভয়াবহ স্মৃতি কাত্তে না কাটতেই ফের একবার সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি! গ্রেফতারি এড়াতে আদালতে