
মাইক্রো ক্ষুদ্র মাঝারি উদ্যোগ (MSMEs )এর সাফল্য কেন্দ্রীয় বাজেটে স্বীকৃতি পেল
স্বপন দাস, চ্যানেল হেড, ইভিএম নিউজঃ বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী ২০২২ এ সারা বিশ্বের প্রায় ৯০ শতাংশ ব্যবসা MSMEs দিয়েছে, ৬০-৭০ শতাংশ কর্মসংস্থান তৈরি করেছে ও গ্লোবাল জিডিপির ৫০ শতাংশ দিয়েছে। যদিও ভারতবর্ষে MSMEs এই শতাংশের হার বিশ্ব অর্থনীতির তুলনায় কিছুটা কম , তথাপি ২০২২-২৩ এই অর্থনীতি বর্ষে ভারতবর্ষের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে MSMEs । ভারতের অর্থনীতিতে তাদের