
ফিস্টের বাড়তি খাবার পাতে পড়ল পরদিন দুপুরে, অসুস্থ ১৬ পড়ুয়া, ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা স্কুলের
জাহাঙ্গির বাদশা, তমলুকঃ সরস্বতীপুজো উপলক্ষ্যে স্কুলে একটি ফিস্টের আয়োজন করা হয়েছিল। সেই ফিস্টের বাড়তি থাকা খাবারদাবার পরদিন স্কুলের হোস্টেলের আবাসিকদেরকেও দেওয়া হয়েছিল। আর ততক্ষণে নষ্ট হয়ে যাওয়া সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়লেন, হোস্টেলের ১৬ জন পড়ুয়া। ছাত্রদের নিয়ে উদাসীনতার এই অমানবিক নজির তৈরি হল, পূর্ব মেদিনীপুরের তমলুকের নিকাশি মহেশ্বর জিউ হাইস্কুলে। আবাসিকদের অভিভাবকদের অভিযোগ সরস্বতী পুজোর দিন স্কুলে খাওয়াদাওয়ার