
মুর্শিদাবাদে অব্যাহত বোমা-বারুদ উদ্ধারের ধারা!
ব্যুরো নিউজ, ৫ মার্চ: তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বড়ঞায়। মুর্শিদাবাদে অব্যাহত বোমা- বারুদ উদ্ধারের ধারা! গত কয়েকদিন ধরেই একেও পর এক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা উদ্ধারের ঘটনা সামনে উঠে আসছে। সামনেই লোকসভা নির্বাচন তা আর বলার অপেক্ষা রাখেনা। রাজ্যে এসেগিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কান পাতলেই শোনা যাচ্ছে রুটমার্চের আওয়াজ। আর তাই জানান দিচ্ছে দোরগোড়ায় ভোট আসন্ন। কিন্তু