
রজনীর ‘চিকিটু’ ঝড় তুলল নেট দুনিয়ায়
ব্যুরো নিউজ ২৬ জুন: দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের আসন্ন ছবি ‘কুলি’ মুক্তি পাওয়ার আগেই তার একটি গান ‘চিকিটু’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। গানটি মুক্তি পেতেই রজনীকান্তের অদম্য “আউরা” এবং অনিরুদ্ধ রবিচন্দরের “ফুট-ট্যাপিং” সুরের জাদুতে বুঁদ হয়ে গেছেন ভক্তরা। গানটি নিয়ে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। গানটি রিলিজের পর থেকেই ভক্তরা এটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকেই বলছেন, রজনীকান্তের উপস্থিতিই গানটিকে অন্য