
সুরেশ গোপীকে নিয়ে ‘ভুয়ো খবর’ কংগ্রেসের! গোপী ছাড়ছেন মন্ত্রক! আদতে কী ঘটেছে?
ব্যুরো নিউজ, ১১ জুন :কেরালা থেকে নির্বাচিত প্রথম বিজেপি সাংসদ সুরেশ গোপী। গত রবিবার নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে শপথ নিয়েছেন গোপী। এবার তাঁকে ঘিরেই জোর শোরগোল। আসন্ন যোগ দিবস উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা নমোর সুরেশ গোপী একজন মালয়ালম চলচ্চিত্র অভিনেতা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কেরালা থেকে নির্বাচিত প্রথম বিজেপি সাংসদ হয়ে ইতিহাস রচনা করেছেন তিনি। সুরেশ গোপী ৭৪,৬৮৬ ভোটের ব্যবধানে ত্রিশুর