অভিষেকের রোড শো-কে কেন্দ্র করে বাম-কংগ্রেসের মিছিলে বাঁধা
ইভিএম নিউজ ব্যুরো, ১১ মেঃ (Latest News) সিউরির ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলিতে রাজনৈতিক প্রচার তুঙ্গে। বৃহস্পতিবার ১১ মে সিউড়িতে বাম কংগ্রেসের জনসভা এবং ইলামবাজারে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো-কে কেন্দ্র করে ব্যাপক প্রচার হয়। বাম কংগ্রেস জোট এবং তৃণমূল কংগ্রেসের মিছিল হয় জয়দেব কেন্দুলীর অঞ্চলে। তবে বাম কংগ্রেস জোটের পক্ষে কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ নাজিমুদ্দিন অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ



















