
ওটিপি দিতেই সর্বনাশ! দু’দফায় ৯৮ হাজার টাকা তুলে নিল প্রতারকরা
ব্যুরো নিউজ, ১২ জানুয়ারি: ওটিপি দিতেই সর্বনাশ! দু’দফায় ৯৮ হাজার টাকা তুলে নিল প্রতারকরা সাতসকালে অচেনা এক নম্বর থেকে ফোন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বলে দাবি, এরপর ওটিপি নম্বর শেয়ার করতেই সর্বনাশ! হাসপাতালে মৃত্যুর পরোয়ানা পাওয়ার পরেও জীবিত প্রথমবার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হল ৩০ হাজার টাকা এবং পরেরবার ৬৮ জাহার টাকা। মাথায় হাত সিউড়ির রামকৃষ্ণ সাহা নামে ওই