
Amit Shah : ভারতীয় ন্যায় সংহিতা বর্ষপূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আস্থাজ্ঞাপন ।
ব্যুরো নিউজ ০২ জুলাই : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার ভারতের নতুন ফৌজদারি আইনগুলির ভূয়সী প্রশংসা করে বলেছেন যে, এই আইনগুলি বিচার প্রক্রিয়াকে “সরল, আরও সুসংগত এবং স্বচ্ছ” করে তুলবে। তিনি দাবি করেন যে, এই আইনগুলি বিচার ব্যবস্থাকে “সাশ্রয়ী, সহজলভ্য এবং সহজবোধ্য” করে তুলবে। ‘বিচার ব্যবস্থায় আস্থার একটি সোনালী বছর’ শীর্ষক এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শাহ এই মন্তব্য করেন,