
আজ থেকে শুরু রাহুলের ভারত ন্যায় যাত্রা | লোকসভাতেও তেলেঙ্গানা ফর্মুলাতেই ভরসা কংগ্রেসের!
ব্যুরো নিউজ, ১৪ জানুয়ারি: আজ থেকে শুরু রাহুলের ভারত ন্যায় যাত্রা ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা কংগ্রেসের। লোকসভা জিততে কংগ্রেসের ভরসা সেই তেলেঙ্গানা ফর্মুলা? মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ১৪ জানুয়ারি মণিপুর থেকে কংগ্রেসের দ্বিতীয় জনসংযোগ যাত্রা শুরু করছেন সাংসদ রাহুল গান্ধী। গতবার ভারত জোড়ো যাত্রায় দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতকে জুড়েছিলেন রাহুল গান্ধী।