
ভাঙড়ে বিডিও অফিসে হুলুস্থুলু! আইএসএফ-তৃণমূল ‘যুদ্ধ’
ব্যুরো নিউজ, ২৮ ডিসেম্বর: ভাঙড়ে বিডিও অফিসে হুলুস্থুলু! আইএসএফ-তৃণমূল ‘যুদ্ধ’ ঝামেলা, অশান্তি, গোলমাল, উত্তেজনার কোথা শুনলে যে জায়গার কোথা আগে মনে পরে, তা হল ভাঙড়। আর এবার বিডিও অফিসের মধ্যেই তুমুল উত্তেজনা! কথাকাটাকাটি, বচসায় জড়াল তৃণমূল ও আইএসএফের জনপ্রতিনিধিরা। পাহাড়ে ঘুরতে যাওয়া তো হল, তবে আর বাড়ি ফেরা হল না যুবকের বৃহস্পতিবার ভাঙড়-২ নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির বৈঠক ছিল।