
Gaza Peace Deal : হামাস ২০ জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিল তবে বন্দি মুক্তির আবহে সুপারনোভা উৎসবের জীবিত যুবকের আত্মহত্যা
ব্যুরো নিউজ ১৫ অক্টোবর ২০২৫ : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস সোমবার তাদের হেফাজতে থাকা ২০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছিল, যা গাজা শান্তি চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেছিল। বন্দিদের দুটি ব্যাচে (সাত জন এবং তেরো জন) মুক্তি দেওয়া হয়েছিল এবং তাঁদের রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছিল। এই মুক্তি ইসরায়েল এবং হামাসের মধ্যে স্বাক্ষরিত গাজা শান্তি চুক্তির প্রথম





























